প্রতিষ্ঠানের ইতিহাস

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমূখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হলেন স্বনামধন্য সমাজসেবক ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্ত। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত শ্রীকাইল গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি যুগের পর যুগ ধরে স্থানীয় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে কুমিল্লা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।
সভাপতির বাণী

১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এক সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে আজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্ত শুধু একজন সমাজসেবক নন, ছিলেন দূরদর্শী চিন্তাবিদ, যাঁর প্রজ্ঞা ও প্রচেষ্টার ফলেই এই অঞ্চলে শিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে।
আমাদের বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নয়; আমরা বিশ্বাস করি নৈতিকতা, সংস্কৃতি ও সামাজিক দায়িত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলার মধ্য দিয়েই একটি সুস্থ ও আলোকিত সমাজ গঠন সম্ভব। এই লক্ষ্যেই শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং পরিচালনা পর্ষদ একসঙ্গে কাজ করে যাচ্ছেন।
আমরা গর্বিত যে, শ্রীকাইল, মুরাদনগর তথা কুমিল্লা জেলার শিক্ষা ক্ষেত্রে এ প্রতিষ্ঠান একটি উজ্জ্বল নাম হিসেবে পরিচিত। ভবিষ্যতেও আমরা শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।
আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।
—— সভাপতি
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমূখী উচ্চ বিদ্যালয়
শ্রীকাইল, মুরাদনগর, কুমিল্লা
অধ্যক্ষের বাণী
১৯৪০ সালে ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্ত মহাশয়ের অদম্য প্রচেষ্টা ও মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমূখী উচ্চ বিদ্যালয় আজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, মানবিকতা, সৃজনশীলতা এবং জীবন দক্ষতায় শিক্ষার্থীদের সমৃদ্ধ করে তোলা।
আমরা বিশ্বাস করি— “শিক্ষা কেবল পেশা নয়, এটি মানুষের চরিত্র গঠনের অন্যতম ভিত্তি”। এই বিশ্বাসকে ধারণ করে আমাদের শিক্ষক মণ্ডলী আন্তরিকভাবে শিক্ষার্থীদের সম্ভাবনাকে বিকশিত করতে সচেষ্ট।
আমি আশা করি, আমাদের এই প্রতিষ্ঠান আগামী দিনগুলোতেও জ্ঞানের আলো ছড়িয়ে সমাজ ও জাতিকে আলোকিত করবে।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কামাল উদ্দিন সরকার
প্রধান শিক্ষক
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমূখী উচ্চ বিদ্যালয়